ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ফিচার

আমাদের ভবিষ্যৎ অন্ধকার: এইচএসসি পরীক্ষার্থী

নাগরিক মন্তব্য নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, জুন ১, ২০১৪
আমাদের ভবিষ্যৎ অন্ধকার: এইচএসসি পরীক্ষার্থী ছবি: ফাইল ফটো

ঢাকা: প্রতিনিয়তই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, প্রমাণও আছে। কিন্তু কেউ তা আমলে নেয় না।

তাই এক-দুদিন হইচই হওয়ার পর আর কারো কোনো খবর থাকে না। ফলে এ নিয়ে কোনো জোরালো পদক্ষেপও নেওয়া হয় না।

রোববার বাংলানিউজের ‘প্রশ্নপত্র ফাঁস-প্রতিকার কোন পথে?’ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে শরীয়তপুরের ২০১৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হাসান রবিন।  

তিনি বলেন, “এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা যাব কোথায়? আমাদের ভবিষ্যতই বা কী? এভাবে চলতে থাকলে তো আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, আমরাও এক গভীর অন্ধকারের মধ্যে পড়বো। ”

হতাশার মধ্যে থাকলে আগামী দিনে আমরা জাতিকে কী দেব আর নিজেদেরই বা কী দেব?

তিনি মনে করেন, যদি শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে কঠোর পদক্ষেপ নেয় তাহলেই তা রোধ হতে পারে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুন ০১, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।