ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফিচার

রাতে শুভ পরিবর্তন মীনের, কর্মকুশলতায় সাফল্য মেষের

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, মে ২৮, ২০১৪
রাতে শুভ পরিবর্তন মীনের, কর্মকুশলতায় সাফল্য মেষের

আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ২৮/৫/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সবুজ ,শুভ সংখ্যা : ২
কর্মকুশলতার জোরেই কর্মক্ষেত্রে সফলতা লাভ করবেন। পরিস্থিতি বুঝিয়ে সবাইকে নির্দেশ পালন করাতে পারবেন।

বন্ধুস্থানীয় কারো উপস্থিতি আপনাকে নিরপেক্ষ বিশ্লেষণে সাহায্য করবে। অর্থের চাহিদার জন্য কোনো অনৈতিক কাজে রাজি হবেন না।

টোটকা: কিছুটা ঘৃত, কিছুটা কালো জিরা এবং একটি লাল কাঁচা মরিচ মাটির পাত্রে রেখে ঘরের বাইরে উত্তর কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
প্রতিকূল পরিবেশের জন্য কাজ বন্ধ করে দিলে শুভযোগ বিফলে যেতে পারে। কোনো পরিচিত মানুষ আপনার কাজের ভার লাঘব করতে সাহায্য করবে। একাধিক মানুষের কাছ থেকে প্রশংসা পাবেন। সুযোগ সামনে এলে তাকে কাজে লাগান।

টোটকা: একটুকরো গুড় সকালে উঠে দাঁত দিয়ে কেটে সেটিকে কোনো পুকুরের জলে ফেলে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
আপনার উৎসাহ আপনাকে সাফল্যের কাছে নিয়ে যাবে। বিভিন্ন  জায়গায় তদ্বির করলেও কাজের কাজ বিশেষ কিছু হবে না। দিনের বেশ কিছুটা সময় কাটতে পারে অসুস্থ কোনো মানুষের সেবা করে। একই কাজ নিজের ভুলেই বার বার করতে হতে পারে। অপছন্দের লোকজনের সঙ্গে মানিয়ে চলতে হবে।

টোটকা: একটি কুলোতে কিছুটা চালের মণ্ড, একটি কাচা কলা, কিছুটা তেল ও কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কর্কট (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
গুরুত্বপূর্ণ বিষয়গুলি বাইরের কোনো মানুষকে জানাবেন না। গোটা দিনে স্থিতিশীল অবস্থা বজায় থাকবে। তবে সন্ধ্যের আগে আর্থিক লেনদেন চুকিয়ে ফেলুন। দিনের শেষ বেলায় সবকিছু ঠিক হয়েও কাজ আটকে যেতে পারে।

টোটকা: সদর দরজার সামনে দু’টি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস এবং কিছুটা ফুল ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
আজকের দিনে আশানুরূপ সফল হওয়ার সম্ভাবনা আছে। ধার্মিক ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে শুভ ভাব বজায় থাকবে। পারিবারিক অনুষ্ঠানে কোনো বিশেষ ব্যক্তির অনুপস্থিতি আপনার চিন্তার কারণ হবে। আপনার উদার মানসিকতার জন্য বিশেষ সুনাম লাভ করবেন।

টোটকা: একটি বোঁটাযুক্ত পান, একটি গোটা সুপারি এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪
আজকের দিনে কিছু খারাপ অভিজ্ঞতা লাভের যোগ আছে। অতিরিক্ত চাহিদা থেকে নিজেকে দূরে রাখতে পারলে অর্থব্যয় থেকে মুক্ত হতে পারবেন। সারাদিন ভালো গেলেও রাতে কিছু বাধা দেখা দিতে পারে। কারো সাহায্য করতে গিয়ে বদনামের শিকার হতে পারেন।

টোটকা: একটি লাল সুতি কাপড়ে কিছুটা কালো জিরে পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৯
ব্যবসায় উন্নতির যোগ লক্ষণীয়। মনে কাজ নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকার ফলে ভালোভাবে কাজ করতে পারবেন না। সবাইকে নিয়ে চলতে গিয়ে সমস্যায় পড়বেন। মন চঞ্চল থাকবে। কোনো আত্মীয়ের উপস্থিতিতে উদ্যম ফিরে পাবেন। ভ্রমণযোগ আছে।

টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তেল এবং সিঁদুর দিয়ে একটি তীর ধনুকের ছবি এঁকে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা: ৬
কাজের পরিবেশ আপনার পছন্দ নাও হতে পারে। পরিবারে মনোমালিন্য এড়িয়ে চলুন। শত্রুপক্ষ সক্রিয় হতে পারে। অনৈতিক বিষয় দেখলে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সারাসরি এগিয়ে যান। আইনানুগ ব্যাপারে ধীরে চলাই শ্রেয়। বিকেলের পর শুভ পরিবর্তন দেখা দেবে।

টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা আছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯
শত্রুরা আজ আপনার অগ্রগতি থামিয়ে দিতে পারবে না। মানসিক অবসাদ আপনি সহজেই কাটিয়ে উঠতে পারবেন। তবে কোনো ধরনের বিতর্কে গেলে লোকসান হওয়ার সম্ভাবনা বেশি। দিনের প্রতিটি মুহূর্ত ধৈর্য ধরে কাটাতে হবে।

টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে জলে গম, চাল, সরষে ভিজিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
শত্রুপক্ষ আপনাকে অবসাদগ্রস্ত করে তুলতে পারে। তবে আপনার কাজের উৎসাহ দমিয়ে রাখতে পারবে না। কাজে সফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট। বিরোধীদের উদ্দেশ্য বুঝতে পারলেও আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না। আপনার সঠিক সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে আপনার পরিবার।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে কিছুটা চাল সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা: ৮
জীবনে আসতে পারে নতুন কোনো শুভ পরিবর্তন। তবে নানা পাকচক্রে বিস্তর সময় নষ্ট হবে। ভাগ্যের সাহায্যে প্রতিপক্ষকে পিছিয়ে ফেলে এগিয়ে যেতে অসুবিধে হবে না। অতিরিক্ত অর্থ পেতে পারেন। সহকর্মীদের কাছ থেকে সহায়তা পাবেন।  

টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
পারিবারিক পরিবেশে কিছুটা শান্তির ঘাটতি অনুভব করবেন। সহোদরস্থানীয় কাউকে নিয়ে সমস্যা বাড়তে পারে। তুচ্ছ কারণে মনোমালিন্য ও অর্থনাশ হতে পারে। অধিক ব্যয়ের সম্ভাবনা এড়ানো যাবে না। শত্রুরা শান্ত হতে হতে রাত হয়ে যাবে। রাতের দিকে শুভ পরিবর্তন দেখা যাচ্ছে।

টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর চন্দনের একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।