ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিচার

বান্দরবানে আদিবাসী লোকসঙ্গীত ও লোকনৃত্য সম্মেলন

এস বাসু দাশ, বান্দরবান প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১
বান্দরবানে আদিবাসী লোকসঙ্গীত ও লোকনৃত্য সম্মেলন

বান্দরবান পার্বত্য জেলার সুপ্রাচীন ও বৈচিত্র্যময় আদি সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার ল্েয ‘ুদ্র নৃ-গোষ্ঠীর লোকসঙ্গীত ও লোকনৃত্য সম্মেলন’ আয়োজন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বান্দরবান ুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আগামী ১২ ফেব্র“য়ারি জেলার ১১ আদিবাসী জাতিগোষ্ঠীর লোকসঙ্গীত ও লোকনৃত্য পরিবেশন করা হবে।



পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  চেয়ারম্যান বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোঃ কামরুল আহসান প্রমুখ।

বান্দরবান ুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিচালক মং নু চিং বাংলানিউজকে বলেন, দেশ-বিদেশে আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার ল্েয বান্দরবানে দ্বিতীয়বারের মতো এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ সময় ০০৩৫, ফেব্রুয়ারি ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।