ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফিচার

বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার দাবি

শহীদ মিনার থেকে রায়ের বাজারে পদযাত্রা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০
শহীদ মিনার থেকে রায়ের বাজারে পদযাত্রা

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে ১৩ ডিসেম্বর সন্ধ্যায় বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ১৪ জন সাধারণ ছাত্র-ছাত্রী জাতীয় শহীদ মিনার থেকে মশাল পদযাত্রা শুরু করেছেন।

তাদের উদ্দেশ্য এভাবে  হেঁটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ (রায়ের বাজার বধ্যভূমি) পর্যন্ত যাওয়া।

মশাল পদযাত্রার শুরুতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. সামাদ, ড. গোলাম রব্বানী, শিল্পী রোকেয়া সুলতানা, শিল্পী আনিসুজ্জামান আদিত্য। ছাত্রদের মধ্যে ছিলেন জয়দেব নন্দী, সাইদ মজুমদার, নাসরিন সুলতানা লিলি, শেখ আসমান, আকতারুজ্জামান সিন্দবাদ, আফরিন নূসরাত প্রমুখ।

কোনও আলোচনা বা বক্তৃতা নয়, নীরবে মশাল হাতে তারা যাত্রা শুরু করেন সন্ধ্যা ৬টার কিছু পরে।
 
বাংলাদেশ স্থানীয় সময় ২০২৫, ডিসেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।