ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিচার

‘নাফ কাব্য’র জন্য বর্ষসেরা কবি পুরস্কার পেলেন কামরুল হাসান

আনছার হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১০

কক্সবাজার: কক্সবাজারে ৩ দিনের দ্বিতীয় দরিয়ানগর কবিতামেলার প্রথম উদ্বোধনী সভায় শনবার বিকেলে জুরি বোর্ড ‘কবিতা মেলা পুরষ্কার ১৪১৭’ ঘোষণা করা হয়েছে। এতে কক্সবাজারের কবি কামরুল হাসান বর্ষসেরা ‘নব কাব্য’ ক্যাটাগরিতে নাফ কাব্যের জন্যে এই পুরষ্কার লাভ করেন।



মেলা াএয়াজক ও পৃষ্ঠপোষকদের মতে, কক্সবাজারের সন্তান কবি মুহম্মদ নূরুল হুদার পর এই অঞ্চলের কোনও কবি এই প্রথম এ ধরনের কোনও পুরষ্কার লাভ করলেন। নাফ কাব্যের জন্যে কবি কামরুল হাসান এর আগে গত ১লা বৈশাখে ‘শব্দায়ন বর্ষসেরা কবি ও কবিতা পুরষ্কার’ লাভ করেছেন।

ইউরোপ-এশিয়াসহ আড়াই শতাধিক কবির অংশগ্রহণে এই আন্তর্জাতিক মানের কবিতা মেলায় বরেণ্য কবিগণের সরব উপস্থিতিতে পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও কবি সৈয়দ শামসুল হক কবি কামরুল হাসানের হাতে পুরষ্কার তুলে দেন।

নাফ কাব্য সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহিবুল্লাহ্ ছিদ্দিকী অভিমত দিয়েছেন, ‘এটি শুধু কাব্য গ্রন্থ নয়, বরং ইতিহাস গ্রন্থ। এখানে বাংলা আরাকানের ইতিহাসের প্রায় সব তথ্যই এসে পড়েছে। ইতিহাসের ঘটনা নির্ভর কাব্য-মহাকাব্য-বিশ্বকাব্য প্রণয়ন কবিদের একটি ঐতিহ্য। কামরুল হাসান তার বাইরে নয়। ’
 
পশ্চিমবঙ্গের কবি মৃণাল বসু চৌধূরী বলেন, ‘বিষয় বৈচিত্রতা এবং বহুমাত্রিকতার কারণে নাফ কাব্য কালজয়ী গ্রন্থ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই গ্রন্থ বাংলা কবিতা ও সাহিত্যে একটি নতুন মাত্রা যুক্ত করলো। ’
 
কবি আবু হাসান শাহরিয়ার বলেন, ‘বিশ্বায়নের যুগে জাতিসত্তা রা করা যেখানে কঠিন হয়ে গেছে সেখানে শেখর সন্ধানী কবি কামরুল হাসানের নাফ কাব্যের সাহিত্য মূল্য স্বর্ণতুল্য। পারফরমিং আর্ট হিসেবেও এটি একটি সফল রচনা। ’

জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানী বলেছেন, ‘কবি মুহম্মদ নূরুল হুদা দরিয়ানগরে যে কবিতা সরণি সৃষ্টি করেছেন তা কবি কামরুল হাসানের নাফ কাব্যের মাধ্যমে বিশ্ব কবিতা সরণিতে পৌঁছে যেতে সম হবে। ’
 
পশ্চিমবঙ্গের কথা সাহিত্যিক শেখর বসু বলেন, ‘এটি দুই বাংলার কাব্যে কি সাহিত্যে নতুনমাত্রা যুক্ত করলো। এটি গবেষণার বস্তু। এতে সমুদ্র বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান এবং ভূ-তত্ত্ব বিজ্ঞানও রয়েছে। ’
 
পশ্চিমবঙ্গের কবি অভিসেন গুপ্ত বলেছেন, ‘নাফ কাব্যে ইতিহাস, ঐতিহ্য, লোকগাঁথা, উপাখ্যান ইত্যাদি যেভাবে এসেছে তা মূলত পৃথিবীর সব মানুষের ইতিহাস ঐতিহ্যকে পরতে পরতে ছুঁয়ে গেছে। ’
 
দিল্লির কবি শৈলেন সাহা বলেন, ‘এ কবি বৃত্তের বাইরে গিয়ে নতুন বৃত্ত সৃষ্টি করতে পারবেন বলে আমার বিশ্বাস। ’
 
কবি শামিম ছিদ্দিকী বলেন, ‘নাফ কাব্যগ্রন্থ নাফের দু’পাড়ের শিলা রাশি, প্রাক-বৈদিক সবুজ পাহাড়-দরিয়ার উপকথা ও এর নৃ-তাত্ত্বিক বিবর্তনের ইতিহাসকে এর পলে-পলে পৃষ্ঠায় পৃষ্ঠায় করেছে বিপুল, বিষয় বৈচিত্রে বহুমুখী, সংঘাতময়, উদার ও আন্তর্জাতিক। ’

পশ্চিমবঙ্গের কবি চন্দ্রিমা দত্ত নাফ কাব্যের পাঠাভিনয় দেখে বলেন, ‘এটি একটি অসাধারণ নান্দনিক সৃষ্টি। এই বইটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হওয়া উচিৎ। ’
 
তিনি আসাম বিশ্ববিদ্যালয়ো বাংলা বিভাগে এটি পাঠ্য করার জন্যে প্রস্তাব দিয়েছেন।
পশ্চিমবঙ্গের কবি রফিকুল ইসলাম, কথা সাহিত্যিক কিন্নর রায়, কবি অনিন্দিতা গোস্বামী, কবি মানসী কীর্তনিয়া, কথা সাহিত্যিক সচিন দাশ প্রত্যেকে নাফ কাব্যকে বিশ্বমানের কবিতায় একটি নতুন সংযোজন হিসেবে আখ্যা দিয়েছেন।

নাফ কাব্য সম্পর্কে সম্প্রতি কবি মুহম্মদ নূরুল হুদা তার মূল্যায়নে বলেছেন, ‘এখানে স্বপ্ন ও সত্য, বস্তু ও বিচ্ছ্যুরণ একীভূত হয়েছে। বাংলা সাহিত্যের পূঁথিকাব্য, শ্রুতিকাব্য, কাহিনী কাব্য গবেষক ও কাব্য বোদ্ধার কাছে এটি একটি আকর গ্রন্থ হয়ে থাকবে। ’

কক্সবাজারে আয়োজিত দ্বিতীয় দরিয়ানগর কবিতা মেলার প্রেস ও মিডিয়া উপ-কমিটির আহবায়ক নুপা আলম বাংলানিউজকে জানান, কবিতা মেলা-১৪১৬তে ‘কবি শ্রেষ্ট’ পুরষ্কার পেয়েছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও মেলার কবি পুরষ্কার পেয়েছেন কবি অসিম সাহা। আর কবিতা মেলা ১৪১৭তে মেলার কবি পুরস্কার পেয়েছেন কবি বেলাল চৌধুরী, কবিতা বাংলা আন্তর্জাতিক সম্মেলন ১৪১৭পুরস্কার পেয়েছেন আইসল্যান্ডের কবি গেরদুর ক্রিসটিনা ও পাকিস্তানের কবি আলি বাবাতাজ।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।