ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

জাগরণের পুরোধা রাজা রামমোহন রায়ের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪১, মে ২২, ২০২৫
জাগরণের পুরোধা রাজা রামমোহন রায়ের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২২ মে ২০২৫, বুধবার। ০৮ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৪৬- রাশিয়া ও অস্ট্রিয়া সহযোগিতা চুক্তি সই করে।
১৭৬২- সুইডেন ও প্রুশিয়া শান্তিচুক্তি করে।
১৮৯৭- টেমস নদীর তলদেশে ব্ল্যাকওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
১৯২৭- চীনের ন্যানসাংয়ে ভূমিকম্পে দুই লাখ মানুষের প্রাণহানি।
১৯৭২- সিলোনের নাম শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটিতে প্রজাতন্ত্র ঘোষিত হয়।

জন্ম
১৭৭২- বাংলায় নবজাগরণের পুরোধা রাজা রামমোহন রায়।

তিনি প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক। তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্মীয় ও শিক্ষাক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য প্রভাব রাখতে পেরেছিলেন। তিনি বেশি বিখ্যাত হয়েছেন সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য। তখন হিন্দু বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে যেতে বা আত্মহুতি দিতে বাধ্য করা হতো।

রামমোহন রায় ১৮২৮ সালের ২০ আগস্ট কলকাতায় ইংল্যান্ড যাত্রার আগে দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে যৌথ উদ্যোগে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই ব্রাহ্মসমাজ এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন এবং বাংলার নবজাগরণের পুরোধা হিসেবে কাজ করে।

১৮৫৯- স্কটিশ সাহিত্যিক ও শার্লক হোমসের গল্পগুলোর জন্য বিখ্যাত আর্থার কোনান ডয়েল।
১৯০৭- বেলজিয়ান কমিক্স লেখক ও চিত্রকর এর্জে।
১৯৪৬- আইরিশ ফুটবলার জর্জ বেস্ট।

মৃত্যু
১১৫৭- জাপানের সম্রাট গো-রেইজেই।
১৮৮৫- ফরাসি সাহিত্যক, রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী ভিক্টর হুগো।
১৮৯৮- মার্কিন লেখক ও সমাজতন্ত্রী অ্যাডওয়ার্ড বেলামি।
১৯৬৬- বিখ্যাত ইংরেজ ক্রিকেটার টম গডার্ড।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।