ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

খুলনার উপকূলের দুর্গত এলাকার চিত্র

মাহবুবুর রহমান মুন্না, ব্যুরো এডিটর  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মে ২৮, ২০২৪
খুলনার উপকূলের দুর্গত এলাকার চিত্র ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকার কিছু চিত্র। ছবি: বাংলানিউজ

খুলনা: ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে নড়বড়ে হয়ে পড়েছে খুলনার উপকূলীয় অঞ্চল। বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

ভারী বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। জোয়ারের পানিতে ঘরবাড়ি, ফসলের ক্ষেত, রাস্তাঘাট তলিয়ে গেছে। ভেসে গেছে একাধিক পুকুর ও মাছের ঘের।



ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে পাইকগাছার সোনাদানা ইউনিয়নের রাস্তা তলিয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ।
 


ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত ঘরবাড়ি। মাথা গোজার ঠাঁই হারিয়ে চোখে অন্ধকার দেখছেন পাইকগাছার অসহায় এক নারী।




দাকোপে জোয়ারের পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম।  অসুস্থ একজনকে কোলে করে পানি মাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসালয়ে।



দাকোপে বেড়িবাঁধের ভাঙন রোধে দিনভর নিজেদের উদ্যোগে স্বেচ্ছায় প্রত্যক্ষভাবে বাঁধ নির্মাণ করে যাচ্ছেন।
 



স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বেড়ে গেছে কয়েক ফুট। পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে।
 



ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত পাইকগাছার সোলাদানা ও দেলুটি ইউনিয়ন পরিদর্শন করেন স্থানীয় খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। দুর্যোগকবলিত পাইকগাছার সোলাদানা ও দেলুটি ইউনিয়নে সড়ক ও বাঁধ মেরামত করছেন স্থানীয়রা।

কয়রার মহারাজপুর ইউনিয়নের দশালিয়া গ্রামে দুটি স্থানে ৭০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।