ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

মেঘনায় ভাসছিল ২০ কেজির মৃত ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
মেঘনায় ভাসছিল ২০ কেজির মৃত ডলফিন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মেঘনা নদী থেকে ২০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করেছে স্থানীয় লোকজন।  

বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় ভৈরব বাজার এলাকার মেঘনা নদী থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে,, ভৈরব উপজেলার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মৃত একটি ডলফিন দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা ডলফিনটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন। মৃত অবস্থায় উদ্ধার হওয়া ডলফিনটির মুখসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন রয়েছে। এ অবস্থায় মৃত ডলফিনটিকে স্থানীয় প্রাণিসম্পদ অফিসে নিয়ে যাওয়া হয়। কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে ডলফিনটি মারা গেছে এমনটাই ধারণা করছে স্থানীয় লোকজন।  
 
স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল আজম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।