ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কুমিল্লায় মেছো বাঘ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, ডিসেম্বর ৭, ২০২১
কুমিল্লায় মেছো বাঘ উদ্ধার স্থানীয়দের হাতে আটক মেছো বাঘটি

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে মেছো বাঘটিকে উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাণীপুর গ্রামের সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি বাড়ির পাশের সবজির বাগানে প্রথম মেছো বাঘটিকে দেখতে পান। পরে তিনি এলাকার যুবকদের নিয়ে জাল দিয়ে মেছো বাঘটিকে আটক করেন। বর্তমানে বাঘটি বাণীপুর পূর্বপাড়া শাহ আলমের বাড়িতে খাঁচায় রাখা হয়েছে।

স্থানীয়রা আরও জানান, মোছো বাঘটিকে ধরতে গিয়ে দু’জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন হাসপাতালে ও অন্যজন বাড়িতে চিকিৎসাধীন।

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা বন কর্মকর্তা ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, খবর পেয়ে বাণীপুর গ্রামে লোক পাঠানো হয়েছে। মেছো বাঘটিকে রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।