ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সুস্থ হয়ে আবারও প্রকৃতিতে ফিরলো বন্দি পাখিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, নভেম্বর ১৯, ২০২১
সুস্থ হয়ে আবারও প্রকৃতিতে ফিরলো বন্দি পাখিরা

রাজশাহী: সুস্থ হয়ে আবারও প্রকৃতিতে ফিরেছে বন্দি পাখিরা। রাজশাহী বিভাগের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া ১৭টি বন্দি পাখি শুক্রবার (১৯ নভেম্বর) আবারও প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে টানা পাঁচদিন থেকে চিকিৎসা ও পরিচর্যা চলছিল এদের।

চিকিৎসা শেষে পবা উপজেলার একটি বিলে পাখিগুলোকে অবমুক্ত করা হয়। বিভিন্ন সময় শিকারিদের হাতে ধরা পড়া ১৭টি পাখির মধ্যে ৮টি বেগুনি কালেম, ২টি জলময়ূর, ৫টি পাতিহাঁস, ১টি ভুবন চিল ও ১টি ঈগল ছিল। অভিযান চালিয়ে শিকারিদের কাছ থেকে পাখিগুলো উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগ।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর বলেন, পাখিগুলোকে পাবনার সুজানগর থেকে উদ্ধার করা হয়েছিল। এরপর রাজশাহীতে থাকা রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাসেবা ও পরিচর্যা করা হয়। এরপর পাখিগুলোকে আজ আবারও প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।