ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

অতিথি পাখি শিকার বন্ধে জনসচেতনতার লক্ষ্যে সাইকেল র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
অতিথি পাখি শিকার বন্ধে জনসচেতনতার লক্ষ্যে সাইকেল র‌্যালি অতিথি পাখি শিকার বন্ধে জনসচেতনতার লক্ষ্যে সাইকেল র‌্যালি

মাগুরা: ‘জীবনের জন্য পাখি, তাদেরকে সযত্নে রাখি’ এ স্লোগানে জীববৈচিত্র্য রক্ষায় শীতের আগমনে আসা অতিথি পাখি শিকার বন্ধে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে জনসচেতনতার লক্ষ্যে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে শুক্রবার (০১ জানুয়ারি) দুপুরে র‌্যালিটি নহাটা ইউনিয়ন সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংগঠনটির সম্পাদক মো. শাহজান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বুরহান উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে সংগঠনটির সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আজীবন ও দাতা সদস্য উপস্থিত ছিলেন।

অতিথি পাখি শিকার বন্ধে জনসচেতনতার লক্ষ্যে সাইকেল র‌্যালি

হরেকৃষ্ণ অধিকারী বাংলানিউজকে বলেন, প্রকৃতির প্রাণ-প্রাণী কেউ যাতে শিকার করতে না পারে, আমরা সেই জন্য কাজ করছি এবং পাখি শিকারিদের নাম সংগ্রহ করছি। সংগ্রহ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া বাংলানিউজকে বলেন, নহাটায় উপজেলার সবচেয়ে বড় ইছামতির বিল রয়েছে। প্রতি বছর শীতকালে এখানে প্রচুর অথিতি পাখির সমাগম হয়। এক শ্রেণির শিকারির ফাঁদে প্রচুর পাখি ধরা পড়ে। এতে পাখির সংখ্যা কমে যাচ্ছে। অতিথি পাখি শিকার বন্ধে জনসচেতনতামূলক সাইকেল র‌্যালসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।