ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সলঙ্গায় বিরল প্রজাতির শকুন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, ডিসেম্বর ১০, ২০২০
সলঙ্গায় বিরল প্রজাতির শকুন উদ্ধার ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউস’র সদস্যরা।  

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চরধুবল গ্রাম থেকে শকুনটি উদ্ধার করা হয়।

 

দি বার্ড সেফটি হাউসের সভাপতি মামুন বিশ্বাস বাংলানিউজকে বলেন, চরধুবল গ্রামে একটি পুকুরের মধ্যে ভেজা অবস্থায় শকুনটিকে আটক করে স্থানীয় কয়েকজন যুবক। পরে সেটা মাসুম নামে স্থানীয় এক ব্যক্তি তার বাড়িতে নিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে বিকেলে ওই ব্যক্তির কাছ থেকে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় শকুনটি উদ্ধার করা হয়।  

মামুন বিশ্বাস আরও বলেন, শকুনটির নাম হিমালয় গ্রিধিনি। এটি ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়েছিল। এ সুযোগে স্থানীয় যুবকরা আটক করে। শকুনটি উদ্ধারের পর খাবার দেওয়া হয়েছে। রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনাও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তার নির্দেশ অনুযায়ী পাখিটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।