ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শরণখোলায় হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মে ২৮, ২০২০
শরণখোলায় হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত 

বাগেরহাট: পথ ভুলে বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার সোনাতলা গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের লোকজন হরিণটিকে সুন্দরবনের ভোলা টহল ফাঁড়ি এলাকায় অবমুক্ত করে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন বাংলানিউজকে বলেন, সুন্দরবনের ভোলা নদী পাড় হয়ে একটি পুরুষ হরিণ পথ ভুলে সোনাতলা গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসী হরিণটি দেখতে পেয়ে স্থানীয় ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি গ্রুপ পেট্রোলের (সিপিজি) সদস্যদের খবর দেয়। পরে গ্রামবাসীর সহযোগিতায় তার গ্রামটির মুন্সি বাড়ির সামনে থেকে হরিণটিকে উদ্ধার করে। পরে তারা বন বিভাগকে খবর দিলে ভোলা টহল ফাঁড়ির বন রক্ষীরা হরিণটিকে বনে অবমুক্ত করে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।