ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

মৌলভীবাজারে মেছোবাঘ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
মৌলভীবাজারে মেছোবাঘ উদ্ধার

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় তিন ফুট লম্বা একটি মেছোবাঘ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে বাঘটিকে খাঁচায় ভরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (০৬ নভেম্বর) ভোরে চাঁদনীঘাট ইউনিয়নের গজিমারা গ্রামে বাঘটি ধরা পড়ে।

স্থানীয়রা জানায়, এক মাস ধরে গজিমারা গ্রামের বিভিন্ন বাড়ির হাঁস, মোরগ, ছাগলসহ গবাদি পশু খেয়ে ফেলছে এই বাঘটি।

মঙ্গলবার (০৫ নভেম্বর) এলাকার ইয়াকুব মিয়া ও ফুলর মিয়া হাঁস ও মুরগী ছেড়ে দিয়ে বাঘটি ধরার জন্য ফাঁদ পাতেন। গভীর রাতে বাঘটি হাঁস ও মোরগ খেতে এসে ফাঁদে আটকা পড়ে। তখন এলাকাবাসী বাঘটি আটক করে লোহার খাঁচায় বন্দি করে রাখে। খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে গিয়ে বনবিভাগ বাঘটি উদ্ধার করে নিয়ে যায়।
 
বর্ষিজুরা ফরেস্ট বিটের (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) বিট কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বাংলানিউজকে বলেন, বাঘটি তিন ফুট লম্বা ও প্রস্থে দেড় ফুট। সম্ভবত খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ধরা পড়েছে। তার মুখ ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাই প্রথমে বাঘটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। এরপর সংরক্ষিত বনাঞ্চলে বাঘটি ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad