ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

অবশেষে প্রাণ ফিরে পেলো কবুতরটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
অবশেষে প্রাণ ফিরে পেলো কবুতরটি প্রাথমিকভাবে কবুতরটি উদ্ধারের চেষ্টা চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বাংলানিউজ

নীলফামারী: দীর্ঘ এক ঘণ্টা চেষ্টার পর বিদ্যুতের তারে ঝুলে থাকা কবুতরটি উদ্ধার করছে সৈয়দপুর ফায়ার স্টেশনের কর্মীরা।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে নীলফামারী শহরের বঙ্গবন্ধু সড়কের নিয়ামতপুর এলাকা থেকে কবুতরটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কবুতরটির পায়ে ঝুট কাপড় বাঁধা ছিল।

ওই কাপড় বিদ্যুতের তারে জড়িয়ে যায়। দীর্ঘক্ষণ তারে ঝুলে থাকায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল কবুতরটি।  

খবর পেয়ে প্রথমে সৈয়দপুরের পাখি সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতুবন্ধন’র সভাপতি আলমগীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব ঘটনাস্থলে গিয়ে কবুতরটি উদ্ধারের চেষ্টা চালান। ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাটি ফায়ার সার্ভিসে জানানো হলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দীর্ঘ এক ঘণ্টা চেষ্টার পর তারা কবুতরটি উদ্ধার করে।  

সৈয়দপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সিঁড়ি বেয়ে ওপরে উঠে পাখিটি উদ্ধার করে। তেমন কোনো আঘাত না পাওয়ায় কবুতরটি অবমুক্ত করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।