ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গুইসাপ ও অজগরের বন্ধুত্ব 

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
গুইসাপ ও অজগরের বন্ধুত্ব  গুইসাপ ও অজগরের একত্রে বাস, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: একসঙ্গে চলতে চলতে যেভাবে মানুষের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, তেমনি একসঙ্গে থাকতে থাকতে বন্ধু হয়ে গেছে দুই বিপরীতধর্মী সরীসৃপ প্রাণীর মধ্যে। তারা এখন পরস্পর পরস্পরের দারুণ বন্ধু। এরা একই ছাদের নিচে একসঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করছে। 

এ দৃশ্যের দেখা পাওয়া যায় শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে। সম্প্রতি সেখানে গিয়ে দেখা গেল, ভিন্ন প্রজাতির এ দুই প্রাণীর গলায় গলায় ভাব।

একে অপরের ঘাড়ে চেপে পার করছে ক্লান্ত সময়। মাঝে মাঝে নড়াচড়াও করছে একসঙ্গে।   

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বাংলানিউজকে বলেন, এটি একটি বিরল ঘটনা বলা যায়। কারণ তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী একজন অপরজনকে সহ্য করার কথা নয়। কিন্তু এখানে এর উল্টোটা ঘটেছে। এরা প্রায় চার-পাঁচ মাস ধরে এমন আছে।

এদের খাবার প্রসঙ্গে তিনি বলেন, গুইসাপকে হাঁস, মুরগি এবং কোয়েল পাখির ডিম খেতে দেওয়া হয়। আর অজগর সাপকে দেওয়া হয় মুরগি-হাঁস প্রভৃতি। কেউ কারো খাবারে ভাগ বসায় না।  

এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রখ্যাত বন্যপ্রাণী গবেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান বাংলানিউজকে বলেন, বিষয়টির ব্যাখ্যা এরকম যে, বন্দি অবস্থায় একসঙ্গে থাকতে থাকতে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যাডিং হয়ে যায়। যেমন লক্ষ্য করে থাকবেন, বাড়ির কুকুর-বেড়ালগুলোর ক্ষেত্রে এরকম দেখা যায়। এরা একে অপরের প্রতি আক্রমণাত্মক হয় না। কিন্তু বাইরে থেকে অন্য কুকুর-বেড়াল এলে তখন এরা ধেয়ে যায়। কিন্তু বাড়ির কুকুর-বেড়ালদের মধ্যে একটা বোঝাপড়া রয়েছে।  

আরেকটি ব্যাপার হলো, বন্দি অবস্থায় তারা পর্যাপ্ত খাবার পায়। ফলে বুনো অবস্থায় ক্ষুধা থেকে যে খাদ্য সংগ্রহ করা বা শিকারের স্পৃহা সেটা তাদের মধ্যে জেগে ওঠে না বা তাদের তাড়িত করে না, তাই তারা একে অপরের প্রতি হিংসাত্মক অবস্থানে যায় না বলে জানান অধ্যাপক ড. মনিরুল এইচ খান।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
বিবিবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।