ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

লাউয়াছড়ায় গাড়ি চাপায় মরলো বিলুপ্তপ্রায় চিতা বিড়াল

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, নভেম্বর ৫, ২০১৭
লাউয়াছড়ায় গাড়ি চাপায় মরলো বিলুপ্তপ্রায় চিতা বিড়াল বিপন্নপ্রায় বন বিড়াল, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: লাউয়াছড়া জাতীয় উদ্যানে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাকায় প্রাণ গেল বিলুপ্তপ্রায় জাতির প্রাণী চিতা বিড়াল। রোববার (০৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় এ ঘটনা ঘটে। 

মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকের আনুমানিক দু’শ গজ পূর্বদিকে দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় একটি বিলুপ্তপ্রায় ‘লেপার্ড ক্যাট’ (চিতা বিড়াল) মারা যায়। কিছুদিন আগে একই স্থানে আরো একটি লেপার্ড ক্যাটের মৃত্যু একইভাবে হয়।

 

চিতা বিড়াল আকারে ছোট ও প্রায় পোষা বিড়ালের সমান হলেও এদের পা দীর্ঘ। এদের ওজন প্রায় ৩ বা ৪ কেজি। আকারে প্রায় ৬০-৬৬ সেন্টিমিটার হয়ে থাকে বলে জানান এসিএফ।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭ 
বিবিবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।