ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

৩ ঘণ্টার ব্যবধানে পঞ্চগড়ের তাপমাত্রা ১০ থেকে ৯ ডিগ্রির ঘরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০০, জানুয়ারি ১৬, ২০২৫
৩ ঘণ্টার ব্যবধানে পঞ্চগড়ের তাপমাত্রা ১০ থেকে ৯ ডিগ্রির ঘরে

পঞ্চগড়: মাঘের দ্বিতীয় দিনে পাহাড়ি হিম বাতাসে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। বেলা বাড়লেও কুয়াশায় ঢাকা পড়ে আছে চারপাশ।

 

কনকনে শীতের কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি অনেকটা কম লক্ষ্য করা গেছে। এদিকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তিন ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

দেখা গেছে, শীতের কারণে খেটে খাওয়া মানুষদের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে।  

এর আগে গত শুক্রবার (১০ জানুয়ারি) চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় পঞ্চগড়ে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ৮ দশমিক ২ ডিগ্রি, রোববার (১২ জানুয়ারি) ১০ দশমিক ৫ ডিগ্রি, সোমবার (১৩ জানুয়ারি) ১২ দশমিক ৭ ডিগ্রি, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ৯ দশমিক ৬ ডিগ্রি, বুধবার (১৫ জানুয়ারি) ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, হিম বাতাসের সঙ্গে আকাশে মেঘ থাকায় কুয়াশা নেমেছে জেলাজুড়ে। বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা বাড়লেও তা কমে আবার জেলায় মৃদু শৈত্যপ্রবাহ রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা তিন ঘণ্টার ব্যবধানে ১০ দশমিক ৬ ডিগ্রি থেকে সকাল ৯টায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।