ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

টেকনাফে মেছো বাঘের দুই বাচ্চা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, ফেব্রুয়ারি ৩, ২০২৪
টেকনাফে মেছো বাঘের দুই বাচ্চা উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের আছার বনিয়া এলাকার একটি করাতকল থেকে মেছো বাঘের দুটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। পরে বাচ্চা দুটি চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাচ্চা দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন করাতকলের মালিক মোস্তাক আহম্মদ।  

তিনি জানান, করাতকলের কাঠের স্তূপের ভেতরে বিড়ালের বাচ্চার মতো দুটি বাচ্চা দেখা যায়। পরে বের করার পর জানা গেল মেছো বাঘের বাচ্চা।

মেছো বাঘের বাচ্চা দুটি উদ্ধারের কথা জানিয়ে টেকনাফ উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বশির আহম্মদ খান বলেন, বাচ্চা দুটির বয়স খুবই কম। ধারণা করছি, একমাসের বেশি হবে না। তাছাড়া বাচ্চা দুটি কোনো খাবারই খাচ্ছে না। তাই বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশনা মতে, এগুলো চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তরের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।  

তার ধারণা, কোনো কারণে বাচ্চা দুটি মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ায় লোকালয়ে চলে আসে।  

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৪
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।