ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিনোদন

এম এ রহমানের ‘ফোক বাজ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এম এ রহমানের ‘ফোক বাজ’ এম এ রহমান

‘ফোক বাজ’ শিরোনামের একটি আয়োজন নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক এম এ রহমান। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ফোক ও সুফি গান নিয়ে কাজ করছেন তিনি।

ইতোমধ্যে প্রথম সেশনের ১০ টি গানের শুটিং শেষ করেছেন বলে জানান তিনি। প্রথম সিজনে বাংলাদেশের ৬ অঞ্চলের ৬টি জনপ্রিয় ফোক গান থাকছে।  

গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সুবর্ণা আক্তার। এছাড়াও রয়েছে পাকিস্তানি ফোক ও সুফি গান। যাতে এ প্রজন্মের বেশ কয়েকজন কণ্ঠশিল্পী তাদের কণ্ঠ দিয়েছেন। ইতোমধ্যে দ্বিতীয় সিজনের কাজ শুরু হয়েছে বলে জানান এই সঙ্গীত পরিচালক।  

তিনি বলেন, প্রতিভাবান শিল্পীদের খুঁজে খুঁজে ২ ও ৩ সিজনে তাদের নিয়ে কাজ করবো। নতুনরা অনেক ভালো করছে কিন্তু সুযোগ পাচ্ছে না। তাই প্রতিষ্ঠিত শিল্পীর পাশাপাশি নতুনদেরও সুযোগ দিতে চাই।  

‘ফোক বাজ’ আয়োজন করেছেন আল মুত্তাকি সবুজ ও আনিরুধ আর শুভ। এ আয়োজনের প্রথম গানটি খুব শিগগিরই কিং থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।