ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিনোদন

রনির জন্য দোয়া চাইলেন মীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
রনির জন্য দোয়া চাইলেন মীর

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি বর্তমানে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নন।

রনির এমন পরিস্থিতিতে তাকে নিয়ে উদ্বিগ্ন তার ভক্ত ও সহকর্মীরা। এই তারকার সুস্থতা কামনা করে অনেকে সামাজিক মাধ্যমে লিখছেন।

‘মীরাক্কেল’র সঞ্চালক ও কলকাতার জনপ্রিয় কমেডি অভিনেতা মীর আফসার আলীও রনির জন্য দোয়া চেয়েছেন। ফেসবুকে তিনি লেখেন, ‘আবু হেনা রনি, নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই। ’

পোস্টটিতে একাধিক নেটিজেন রনির দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেউ কেউ জানিয়েছেন, কমেডিয়ান এখনও সঙ্কটমুক্ত।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন। পরে দ্রুত রনিকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য ১৩ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।