ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ম্যাজিক বাউলিয়ানার স্টুডিও রাউন্ডের সম্প্রচার শুরু হচ্ছে  

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
ম্যাজিক বাউলিয়ানার স্টুডিও রাউন্ডের সম্প্রচার শুরু হচ্ছে
 

চলছে দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২' চতুর্থ আসর’। মাছরাঙা টেলিভিশনের পর্দায় শিগগিরই দেখা যাবে রিয়্যালিটি শোটির স্টুডিও রাউন্ড।

তাল, সুর, লয়, উচ্চারণ ও গায়কী- এই পাঁচটি বিষয়ে মার্কিং করে বিচারকরা সারাদেশ থেকে মোট ১৮ জন প্রতিযোগীকে বাছাই করেছেন স্টুডিও রাউন্ডের জন্য। এ রাউন্ডে বিচারক হিসেবে থাকছেন শাহানাজ বেলি, শফি মণ্ডল ও আরিফ দেওয়ান।  

ম্যাজিক বাউলিয়ানার চতুর্থ আসরে ২৬ মে পর্যন্ত রেজিস্ট্রেশন করেছিলেন দেশ-বিদেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী।  

সান ফাউন্ডেশনের উদ্যোগে শোটির আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।