ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

বাচ্চা-কাচ্চা সামলানোর গল্পে ‘সংসার আনলিমিটেড’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
বাচ্চা-কাচ্চা সামলানোর গল্পে ‘সংসার আনলিমিটেড’

বাচ্চা-কাচ্চা নিয়ে সংসারে প্রতিদিনের ঝুট-ঝামেলা নিয়ে নির্মিত হয়েছে ‘সংসার আনলিমিটেড’। কমেডি ঘরানার গল্পে এটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।

 

এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের। আরো রয়েছে মৌসুমি হামিদ, সায়রা জাহান, মীর রাব্বিসহ বেশ কয়েক শিশুশিল্পী।

‘সংসার আনলিমিটেড’র গল্পে দেখা যাবে, হাসিব এমন একজন মানুষ যে অফিসের কাজ ছাড়া বাকি সবকিছুকে সময় নষ্ট মনে করেন। সংসার সামলানো তার কাছে আহামরি কোনো বিষয় না। এই হাসিবই একদিন গিয়ে পৌঁছায় তার সহকর্মীর বাসায় একটি গুরুত্বপূর্ণ ফাইলের সন্ধানে। কিন্তু সেখানে সে খুঁজে পায় এমন একদল বিচ্ছু যারা তাকে শিখিয়ে দেয় সংসার সামলানো ঠিক কতটা কঠিন। এই শিক্ষাই পাল্টে দেয় হাসিবের চিন্তা-ধারণা।

এটি নিয়ে ইরেশ যাকের বলেন, ‘এই গল্পের বিষয়টা খুব মজার ছিল। পুরুষতান্ত্রিক সমাজে এরকম গল্প আরও অনেক হয়েছে তবে মজা করে গল্প বলাটা খুব জরুরি। কো-আর্টিস্ট হিসেবে যারা ছিলেন মৌসুমি, রাব্বি, সায়রা তারা খুব কাছের মানুষ। তবে এই কাজ করতে দিয়ে আমি খুব মুগ্ধ হয়েছি আমার শিশু সহ-অভিনেতাদের দ্বারা। ’ 

মৌসুমি হামিদ বলেন, ‘চরকির সঙ্গে এটা আমার প্রথম কাজ হলেও পুরো টিম মানে রনি ভাইসহ সবাই এতো কাছের আর এতো আগে থেকে পরিচিত যে কাজ করতে গিয়ে কোনো রকম বাঁধা মনে হয়নি। ‘সংসার আনলিমিটেড’র আমার অংশ মানে স্ক্রিন টাইম বেশ অল্প। তবুও গল্প আর আমার চরিত্রটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। ’ 

‘সংসার আনলিমিটেড’র পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘সাধারণত আমরা যে গল্প, যে ঘটনাগুলো প্রতিদিন দেখে অভ্যস্ত সেরকম একটা গল্পই সংসার আনলিমিটেড। আমাদের এই সাব-কনটিনেন্টে এমন গল্প খুব একটা বলা হয় না। আমরা চেষ্টা করেছি এই গল্পটা দর্শকদের জন্য সুন্দর করে তুলে ধরতে। ’

এটি বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত থেকে চরকিতে দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।