ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

বিনোদন

‘অমানুষ’র আয় দেওয়া হবে বানভাসিদের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুন ১৮, ২০২২
‘অমানুষ’র আয় দেওয়া হবে বানভাসিদের

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অমানুষ’ সিনেমার আয় সিলেট ও সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষদের দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বিষয়টি জানিয়েছেন।

শুক্রবার (১৭ জুন) দেশের ৪১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’। মুক্তির দ্বিতীয়দিন সিনেমাটির টিমের পক্ষ থেকে বানভাসি মানুষদের এক সপ্তাহের আয়ের অর্থ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুন) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করে রাফিয়াত রশিদ মিথিলা লেখেন, ‘অমানুষ’ সিনেমার প্রথম সপ্তাহের টিকিট বিক্রয়ের সকল টাকা দান করা হবে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে। ’

একই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেছেন সিনেমাটির পরিচালক ও নায়ক নিরব হোসাইন।  

বনদস্যু ও এক গবেষককে নিয়ে গড়ে উঠেছে ‘অমানুষ’ সিনেমার গল্প। পরিচালক মামুনের গল্পে সিনেমাটির সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। ‘অমানুষ’-এ আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, কাজী নওশাবা, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেককে।

উল্লেখ্য, শুক্রবার (১৭ জুন) রাত থেকে অবিরাম ভারী বর্ষণে সিলেট নগরীর অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া সিলেটের ১৩টি উপজেলার নিম্নাঞ্চল এবং সুনামগঞ্জের অবস্থা দুর্বিষহ বলে জানা গেছে। গত পাঁচ দিন ধরে সুনামগঞ্জ, সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট জকিগঞ্জ, সিলেট সদর দক্ষিণ সুরমাসহ সবকটি এলাকা প্লাবিত হয়ে জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জুন ১৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।