ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বিনোদন

যারা ভালোবেসে ব্যর্থ বা সফল হয়েছেন তাদের জন্য ‘তালাশ’:বুবলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুন ১৫, ২০২২
যারা ভালোবেসে ব্যর্থ বা সফল হয়েছেন তাদের জন্য ‘তালাশ’:বুবলী শবনম বুবলী

ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত সবশেষ সিনেমা ‘বিদ্রোহী’। এবার তিনি হাজির হতে যাচ্ছেন সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমায়।

শুক্রবার (১৭ জুন) দেশের প্রায় ৫০ প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাচ্ছে।

মঙ্গলবার (১৪ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে ‘তালাশ’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। সেখানে সিনেমাটি দেখতে সবাইকে প্রেক্ষাগৃহে আসার আহ্বান জানান ‘বীর’খ্যাত এই নায়িকা।

অনুষ্ঠানে বুবলী বলেন, ‘‘অনেকদিন পর প্রিয় মানুষদের একসঙ্গে পেয়ে বেশ ভালো লাগছে। সৈকত নাসির ভাই খুব ভালোবাসা দিয়ে সিনেমাটি তৈরি করেছেন। ‘তালাশ’র নায়রা চরিত্রটি আমার খুব কাছের। আমি অনেকদিন ধরে এই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি। এটি একটি সমসাময়িক গল্পের সিনেমা। সবার ভালোবাসার সিনেমা। যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ কিংবা সফল হয়েছেন এবং যারা মিউজিক লাভার-তাদের জন্যেই এই সিনেমা। সব ধরণের উপাদান আপনারা ‘তালাশ’-এ পাবেন। ’

‘তালাশ’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত আদর আজাদ। তাকে নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আদর আজাদ খুব মন দিয়ে সিনেমাটিতে অভিনয় করেছেন। এরই মধ্যে তার অভিনীত সুমন চরিত্রটি দর্শকদের কাছে পৌঁছে গেছে। পুরো সিনেমা দেখতে হলে প্রেক্ষাগৃহে আসতে হবে। ’

‘তালাশ’ দেখতে প্রেক্ষাগৃহে এসে দর্শকদের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন আলোচিত এই নায়িকা।

অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু, শিল্প সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। একই সঙ্গে বুবলী ও আদরসহ সিনেমাটির অন্য শিল্পী ও কলাকুশলীরাও এতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জুন ১৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।