ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রচারে আসছে ধারাবাহিক ‘আকাশ মেঘে ঢাকা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, জানুয়ারি ২৯, ২০২২
প্রচারে আসছে ধারাবাহিক ‘আকাশ মেঘে ঢাকা’ ‘আকাশ মেঘে ঢাকা’র একটি দৃশ্য

ভালোবাসা ও পরিচর্যার বিকল্প আশ্রয়ে বড় হচ্ছিলেন একদল তরুণ-তরুণী। যেখানে আঠারো হয়ে গেলে কারোরই আর থাকার সুযোগ নেই।

 

তাদের এগিয়ে যাওয়া, প্রেম, ঈর্ষা এবং টিকে থাকার চেষ্টা নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘আকাশ মেঘে ঢাকা’। মাহবুব হাসান জ্যোতির রচনায় নাটকটি পরিচালনা করছেন রূপক বিন রউফ।

এতে অভিনয় করছেন আজিজুল হাকিম, প্রাণ রায়, মাসুম আজিজ, হোসাইন নিরব, সুস্মিতা সিনহা, তৃষ্ণা, সাথী মাহমুদা, লিটন খন্দকার, সাহেলা আক্তার, সঞ্জীব আহমেদ, হারুন রশিদসহ অনেকে।  

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এই ধারাবাহিকে এক ঝাঁক নতুন মুখকে দর্শক দেখতে পাবেন। বলতে পারেন এই নাটকে মুখের চাইতে গল্পটাই মুখ্য। ’
 
রূপক বিন রউফ জানান, ‘নওগাঁ, পূবাইল এবং ঢাকার বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির কাজ হচ্ছে।  

ধারাবাহিকটির থিম সং লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন তাহসিন আহমেদ। এতে কণ্ঠ দিয়েছেন তাহসিন আহমেদ ও সিঁথি সাহা।  

জানা গেছে, ১ ফেব্রুয়ারি থেকে নাগরিক টিভিতে প্রচার শুরু হচ্ছে ‘আকাশ মেঘে ঢাকা’। ধারাবাহিকটি শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ১০টায় প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।