ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

একসঙ্গে বিচারকের আসনে তিন কিংবদন্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, ডিসেম্বর ১৩, ২০২১
একসঙ্গে বিচারকের আসনে তিন কিংবদন্তি সুজেয় শ্যাম, বুলবুল মহলানবিশ ও গাজী মাজহারুল আনোয়ার

সংগীত বিষয়ক টেলিভিশন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’-এ অতিথি বিচারক হয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক কিংবদন্তি শিল্পী বুলবুল মহলানবিশ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিংবদন্তী সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম এবং কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার।

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ‘ইয়াং স্টার’ আয়োজন করেছে  বিশেষ পর্ব।

আর এই বিশেষ আয়োজনটি সাজানো হয়েছে দেশের গান দিয়ে। শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্যই এই আয়োজন বলে জানানো হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেল আরটিভির আয়োজিত প্রতিযোগিতাটির বিশেষ পর্বে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ৮টায় অতিথি বিচারের আসনে দেখা যাবে বুলবুল মহলানবিশকে।  

বুধবার (১৫ ডিসেম্বর) রাত ৮টায় বিজয় দিবস বিশেষ পর্বে অতিথি বিচারকের আসনে থাকবেন সুজেয় শ্যাম। আর ২১ ডিসেম্বর রাত ৮টায় দেশের গানের শেষ পর্বে অতিথি বিচারকের আসনে গাজী মাজহারুল আনোয়ারকে দেখা যাবে।

প্রতিটি পর্বেই অতিথি বিচারকের সঙ্গে থাকবেন এই আয়োজনের প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী।

এ প্রসঙ্গে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক বুলবুল মহলানবিশ বলেন, আমার জীবনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী হিসেবে যুক্ত হতে পেরেছিলাম এবং বিজয় অর্জন করে আমি ফিরেছিলাম। বিজয়ের মাসে এমন একটি আয়োজনে আসতে পেরে আমার ভালো লাগছে।

সুজেয় শ্যাম বলেন, ‘এখানে এসে তরুণদের কণ্ঠে দেশের গান শুনে আমি আপ্লুত। আমার ভীষণ ভালো লাগছে যে, তরুণ প্রজন্ম আবেগ দিয়ে দেশের প্রতি ভালোবাসা থেকে সম্মান জানিয়ে দেশের গান গাইছেন। ’

গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘দেশের গান শুনলেই সব সময় অন্যরকম আবেগ কাজ করে। তরুণদের কণ্ঠে দেশের গান শুনতে ভীষণ ভালো লাগছে। ’

এই রিয়্যালিটি শোটির উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানী সালসাবিল লাবণ্য।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।