ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

জামিন পেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
জামিন পেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ

আগরতলা (ত্রিপুরা): অভিনেত্রী-তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষকে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত জামিন দিয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় আদালত চত্বর থেকে জামিনে মুক্ত হয় বেরিয়ে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় মুখপাত্র কুণাল ঘোষ, পশ্চিমবঙ্গের মন্ত্রী ব্রাত্য বসু এবং সায়নী ঘোষের আইনজীবী শংকর লোধ।

এর আগে, ভীতি প্রদর্শন এবং হত্যাচেষ্টার অভিযোগে গতকাল সায়নী ঘোষকে গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিশ।

আজ তৃণমূল যুব কংগ্রেস সভাপতিকে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

তবে, আদালত তাকে ৩০ হাজার রুপির জামিন বন্ড দিতে বলেছেন।

>>> অভিনেত্রী সায়নী ঘোষ গ্রেফতার 

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এসসিএন/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।