ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

গ্র্যামি মাতালেন পপক্রেজ অ্যাডেল

প্রীতি ওয়ারেছা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২
গ্র্যামি মাতালেন পপক্রেজ অ্যাডেল

ওয়ার্ল্ড মিউজিকের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি হল গ্র্যামি অ্যাওয়ার্ড। ৫৪তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হল লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপল সেন্টারে ১২ ফেব্রুয়ারি রাতে।

সিসিএস টেলিভিশন নেটওয়ার্ক এর মাধ্যমে সারা বিশ্ব এই অনুষ্ঠাটি দেখেছে। জনপ্রিয় পপসিঙ্গার হুইটনি হাস্টন এর মৃত্যু গ্র্যামি উৎসবমুখর পুরো পরিবেশকে শোকাহত করে রেখেছিল। অনুষ্ঠানে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন দেওয়া হয়েছিল ২০১১ সালের ৩০ নভেম্বর। বহু আকাঙ্খিত এই উৎসবকে ঘিরে ছিল টানটান উত্তেজনা। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ছয়টি পদক জিতে পপক্রেজ অ্যাডেল অবাক করে দেন উপস্থিত সবাইকে। অ্যাডেল যেসব ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তার সবকটিতেই পুরস্কার জিতে নিয়েছেন।

অডিও ভিডিও জগতে বছর জুড়ে অ্যাডেল এর উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তার ‘টুয়েন্টি ফারস্ট’ অ্যালবামটি ধুন্ধুমার ব্যবসা সফল হয়েছে। প্রতি উইকেন্ডের টপচার্ট দাপিয়ে বেড়িয়েছেন অ্যাডেল। তাই ছয়টি পুরস্কার অ্যাডেলের ঝুড়িতে গেলেও এটা প্রাপ্য ছিল বলে মনে করেছেন উপস্থিত দর্শকশ্রোতা। এছাড়া বেস্ট নিউ আর্টিস্টের পুরস্কার জেতেন বন ইভের। জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠান প্রাঙ্গন ছিল প্রাঞ্জল।

প্রধান ক্যাটাগরিতে গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন:

অ্যালবাম অব দ্য ইয়ার : ‘টুয়েন্টি ফারস্ট’ অ্যাডেল
রেকর্ড অব দ্য ইয়ার : অ্যাডেল
সঙ অব দ্য ইয়ার : অ্যাডেল ,পপ এপওয়ার্থ
পপ ভোকাল অ্যালবাম : অ্যাডেল
পপ পারফর্মেন্স : বডি এন্ড সোল,টনি বিনিথ এন্ড অ্যামি ওয়াইনহাউজ
পপ সোলো পারফর্মেন্স : অ্যাডেল
রক সঙ : ফু ফাইটারস্
রক অ্যালবাম : ফু ফাইটারস্
রক পারফর্মেন্স : ফু ফাইটারস্।
আর/বি সঙ : মেলানি হালিম এন্ড জ্যাক স্পø্যাশ
আর/বি অ্যালবাম : এফ.এ.এম ই এবং ক্রিস ব্রাউন
র‌্যাপ পারফর্মেন্স : জে-জেড এন্ড কেনি ওয়েস্ট
র‌্যাপ সঙ : কেনি ওয়েস্ট
র‌্যাপ অ্যালবাম : কেনি ওয়েস্ট
কাউন্টি ভোকাল সোলো পারফর্মেন্স : টেলর সুইফট্
কাউন্টি অ্যালবাম : লেডি অ্যান্টাবুলাম
অলটারনেটিভ মিউজিক অ্যালবাম : বন ইভের

বাংলাদেশ সময় ১৭৩৫, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।