ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ফরিদীর মৃত্যু মানে নক্ষত্র ঝরে যাওয়া: দীপু মনি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

ঢাকা: বিশিষ্ট অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব হুমায়ুন ফরিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

ফরিদীর এ মৃত্যুকে ‘অকাল মৃত্যু’ হিসেবে অভিহিত করে দীপু মনি বলেন, ‘তার মৃত্যুতে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণ থেকে একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে গেল।



দীপু মনি তার শোক বার্তায় মরহুম ফরিদীর দীর্ঘ বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা উল্লেখ করে বলেন, ‘তার এ বিদায় শূন্যস্থান পূরণ হবার নয়। ’

পররাষ্ট্রমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।