ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

৮ বছর পর সময় নাট্যদলের ‘কবর’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১২
৮ বছর পর সময় নাট্যদলের ‘কবর’

দীর্ঘ প্রায় ৮ বছর পর আবারো ‘কবর’ নাটকটি মঞ্চে আনতে যাচ্ছে নাট্যদল সময়। বাংলা একাডেমীর বইমেলার সাংস্কৃতিক মঞ্চে ০৯ ফেব্রুয়ারি বৃহঃস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকটির একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

শহীদ মুনীর চৌধুরী রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান।

‘কবর’ নাটকটি প্রসঙ্গে নির্দেশক আকতারুজ্জামান বলেন, ‘এক সময় আমরা নাটকটির নিয়মিত প্রদর্শণী করতাম। মাঝে দীর্ঘ বিরতির পর আবারো মঞ্চে আসছে নাটকটি। ভাষার মাসে নাটকটির আরো কয়েকটি প্রদর্শণী করবো আমরা। এ নাটকটিতে সব সময়ই নতুন কিছু সংযোজন করার চেষ্টা থাকে আমাদের। এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না। তবে নাটকটি নিয়ে আমরা ইতোমধ্যে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছি। কবর নাটকটিকে আমরা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে মঞ্চে আনার পরিকল্পনা করছি। ’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- তোফায়েল সরকার, ফখরুল ইসলাম মিঠু, রিয়াজ মাহমুদ জুয়েল, সানী, মাকসুদুল বারী টিপু, মাসুম, দাউদ, সৈকত প্রমূখ।

১৯৫২ সালের একুশে ফেব্র“য়ারির ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী হিসেবে থাকা অবস্থায় ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি ‘কবর’ নাটকটি লেখেন অধ্যাপক মুনীর চৌধুরী। একই বছর ফণী চক্রবর্তীর নির্দেশনায় জেলখানায় নাটকটি অভিনীত হয় ২১ ফেব্র“য়ারি। ১৯৫৫ সালের আগস্ট মাসে সংবাদ পত্রিকার আজাদী সংখ্যায় ‘কবর’ প্রথম প্রকাশিত হয়। ১৯৫৬ সালে কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে প্রথম প্রকাশ্যে মঞ্চস্থ হয়েছিল ‘কবর’।

নাটকটি প্রসঙ্গে মুনীর চৌধুরী বলেছিলেন, ‘শুধু কবর নাটকটিতে একুশের তাৎপর্য খোঁজা হলে খানিকটা ভুলই বরং করা হবে। হয়তো আরো বেশিকিছু বলার চেষ্টা করেছি আমি, আরও বেশি কিছু। নিঃসন্দেহে এটি আমার দৃষ্টি উন্মোচনকারী শ্রেষ্ঠ লেখা। ’

বাংলাদেশ সময় ১৭৩১, ফেব্রুয়ারি ৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।