ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

বিনোদন

বাংলাদেশি নাটকে প্রথমবার কলকাতার সুদীপ্তা ও প্রান্তিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, জুলাই ১৭, ২০২১
বাংলাদেশি নাটকে প্রথমবার কলকাতার সুদীপ্তা ও প্রান্তিক

আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ভাঙাগড়া’। নিজের কাহিনি ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সিজার দাশ।

এতে অভিনয় করেছেন কলকাতার দুই তারকা সুদীপ্তা চক্রবর্তী ও প্রান্তিক ব্যানার্জি। তারা এবারই প্রথম বাংলাদেশি নাটকে জুটি হয়ে কাজ করলেন।

নাটকটি প্রযোজনা করেছে স্প্ল্যাশ প্রিমিয়ার প্রোডাকশন। ‘ভাঙাগড়া’ ছাড়াও এই সংস্থাটি তাদের ঈদ  আয়োজনে দর্শকের উপহার দিতে যাচ্ছে একটি গানচিত্র এবং আরও একটি নাটক।

‘কমা দাড়ি’ শিরোনামের গানচিত্রে গেয়েছেন গায়ক মাহতিম সাকিব। গানের সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। গায়ক গানটি বেশ দরদ দিয়ে গেয়েছেন বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠান।

এছাড়া অন্য নাটকটির নাম ‘প্রথম পুরুষ’। এতে অভিনয় করেছেন ইমতু রাতিশ, সেমন্তী সৌমি, সুজন হাবিব, সিয়াম নাসির প্রমুখ। যৌথভাবে এটি নির্মাণ করেছেন হাসানুল হক জ্যাকি ও ইমরান হাসান।

স্প্ল্যাশ প্রিমিয়ার জানায়, শিগগিরই গান ও নাটক দুটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে দেখা যাবে।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।