ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

মা হলেন অভিনেত্রী শ্রাবন্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, জুলাই ১১, ২০২১
মা হলেন অভিনেত্রী শ্রাবন্তী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়

বিয়ের সাত বছরের মাথায় প্রথমবারের মতো মা হলেন কলকাতার মডেল ও অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়। গত ৭ জুলাই এই তারকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

রোববার (১১ জুলাই) শ্রাবন্তী নিজেই সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়েছেন।  

নবজাতকের সঙ্গে একটি ভালোবাসা মাখা ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। আমার ‘বীরপুরুষ’ ০৭/০৭/২০২১ মায়ের কোলে এসে সমানে অভয় দিয়ে চলেছে। ’

সাত বছর আগে স্কুল শিক্ষক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘর বাঁধেন শ্রাবন্তী। দাম্পত্য জীবনে প্রথমবারের মতো তারা বাবা-মা হলেন। গত মে মাসে বেবি বাম্পের সঙ্গে রঞ্জনের ছবি পোস্ট করে মা হতে চলার সুখবর জানিয়েছিলেন এই অভিনেত্রী।  

‘থানা থেকে আসছি’ সিনেমায় দেখা গেছে শ্রাবন্তীকে। এছাড়া ‘জাজমেন্ট ডে’ ও ‘নকশাল’-এর মত ওয়েব সিরিজের পাশাপাশি ‘এখানে আকাশ নীল’ মতো একাধিক ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ভগ্লার, ইউটিউবারও হিসাবেও তিনি বেশ পরিচিত।

 

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।