ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদের আনন্দকে রঙিন করছেন ববি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, মে ১৩, ২০২১
ঈদের আনন্দকে রঙিন করছেন ববি ইয়ামিন হক ববি

ঢালিউডের অন্যতম দর্শকপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। এবার ঈদে নতুন সিনেমা মুক্তি না পেলেও, নতুন উপহার নিয়ে দেখা দিচ্ছেন ববি।

সম্প্রতি তরুণ নির্মাতা রাকিব আহমেদের নির্দেশনায় একটি মেহেদির বিজ্ঞাপনে কাজ করেছেন ববি। কাজটি নিয়ে এই চিত্রনায়িকা জানান, সুপরিচিত একটি মেহেদির ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিজ্ঞাপনটি করেছি।  

তিনি বলেন, ঈদ মানেই মেহেদি, বিশেষ করে এই উৎসবে প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বিভিন্ন বয়সীরা মেহেদি দিয়ে থাকেন। মহামারির এই সময়ে নতুন সিনেমা নিয়ে হাজির হতে না পারলেও মেহেদি দিয়ে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি, যা ভীষণ আনন্দের।

ববি আরও বলেন, আমার দর্শক এবং ভক্তদের জন্য এটাই আমার ঈদ উপহার। কাজটি বেশ বড় বাজেটের এবং নতুনত্ব ছিল। আশা করি, আমার ভক্ত এবং দর্শকরা নিয়মিতভাবেই ভিন্ন ভিন্ন কাজে আমাকে দেখতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ১৩, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।