ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

রাস্তায় দাঁড়িয়ে মানুষের হাতে খাবার তুলে দিলেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মে ৮, ২০২১
রাস্তায় দাঁড়িয়ে মানুষের হাতে খাবার তুলে দিলেন জ্যাকুলিন জ্যাকুলিন ফার্নান্দেজ

শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ’র মানবিক কর্মকাণ্ড অনেকের অজানা থাকতে পারে। তবে সাধ্যমতো সাহায্য করতে তিনি কখনও পিছপা হন না।

 

ভারতে করোনা মহামারির মধ্যে অনেক দুস্থ মানুষের মুখে খাবার তুলে দিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। গরমে মুম্বাইয়ের রাস্তায় দাঁড়িয়ে সকলের হাতে খাবার তুলে দিলেন বলিউড অভিনেত্রী।

মুম্বাইয়ের পুলিশ কমিশনার ডি শিবানন্দনের তৈরি সংস্থা রোটি ব্যাঙ্ক প্রতিদিন খাবার তৈরি করে। প্রচুর মানুষ সেই খাবার খেয়ে লাঞ্চ সারেন। তাদের সঙ্গেই দিন কাটালেন অভিনেত্রী।

একেবারে খাবার তৈরি থেকেই রান্নাঘরে ঢুকে যান জ্যাকুলিন। নিজেই তদারকি করেন। করোনার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুব জরুরি। তাই হাতে গ্লাবস পরেই শুরু করেন কাজ। সকলকে সেই উপদেশও দেন জ্যাকুলিন। রান্নাঘরে ঢুকে শুধু তদারকি নয়, রান্নায় সাহায্যও করেন জ্যাকুলিন। নিজেই খুন্তি দিয়ে খাবার তৈরি করেন। পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পেরে খুশি অভিনেত্রী।

মানুষের মুখে খাবার তুলে দিয়ে খুশি তিনি। আর মুম্বাইবাসীর কাছেও তা উপরি পাওনা। একদিনে জ্যাকুলিনের হাত থেকে খাবার পাওয়া, অন্যদিকে সুন্দরী দর্শন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ০৮, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।