ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ঈদে আসছে নিশো-তিশার ‘তাকে ভালোবাসা বলে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
ঈদে আসছে নিশো-তিশার ‘তাকে ভালোবাসা বলে’

দু’জন মানুষের মজার জার্নির গল্পে নির্মিত হয়েছে আসন্ন ঈদুল ফিতরের বিশেষ নাটক ‘তাকে ভালোবাসা বলে’। এই গল্পে প্রেমের চেয়ে বন্ধুত্বের সম্পর্ক বেশি গুরুত্ব পেয়েছে।

মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি আফরান নিশো ও তানজিন তিশা। দেশে ‘লকডাউন’ শুরুর কয়েকদিন আগে বিশেষ নাটকটির শুটিং সম্পন্ন করেছেন এই পরিচালক। এটি প্রযোজনা করেছে সিএমভি।

ঈদের নাটকটি প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘এটাকে রোমান্টিক গল্প বলা ঠিক হবে না। একেবারে অপরিচিত দু’জন মানুষের সঙ্গে হঠাৎ পরিচয় ও বন্ধুত্বের গল্প। এরমধ্যে প্রেম নামের অস্পষ্ট একটা বিষয় তৈরি হয়। যা অনুভব করতে হলে নাটকটি দেখতে হবে। ’  

প্রতি ঈদেই আরিয়ানের একাধিক বিশেষ চমক দেখা যায়। তবে এবার ‘লকডাউন’-এর নিয়ম মেনে নির্ধারিত ঈদের শুটিং স্থগিত রাখায় সংখ্যার বিচারে তার সেই চমকে খানিক টান পড়েছে।

‘তাকে ভালোবাসা বলে’ নাটকটি রচনা করেছেন জোবায়েদ আহসান। ঈদ আয়োজনে এটি সিএমভি’র ইউটিউবে প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।