ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

অস্কার ২০২১: সেরা অভিনেতা অ্যান্থনি হপকিন্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
অস্কার ২০২১: সেরা অভিনেতা অ্যান্থনি হপকিন্স ‘দ্য ফাদার’ সিনেমায় অ্যান্থনি হপকিন্স

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। এবারের আসরে সেরা অভিনেতার শিরোপা জিতেছেন বর্ষীয়ান অভিনেতা অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)।

 

সবচেয়ে বেশি বয়সে অস্কার পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছেন অ্যান্থনি হপকিন্স। এর আগে আরও পাঁচবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন অ্যান্থনি। ষষ্ঠ বারে তিনি জয় করলেন বিশ্বের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা। ‘দ্য ফাদার’ চলচ্চিত্রে স্মৃতিশক্তি হ্রাস পেতে থাক এক বৃদ্ধের চরিত্রে অনবদ্য অভিনয় করেন তিনি। একই সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে এর আগে বাফটা অ্যাওয়ার্ড লাভ করেছিলেন অ্যান্থনি।

সেরা অভিনেতা হিসেবে ৯৩তম অস্কারের আসরে মনোনয়নে পেয়েছিলেন অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার), রিজ আহমেদ (সাউন্ড অব মেটাল), চ্যাডউইক বোসম্যান (মা রেইনি’স ব্ল্যাক বটম), গ্যারি ওল্ডম্যান (ম্যাংক) এবং স্টিভেন ইউন (মিনারি)।

দেখুন ‘দ্য ফাদার’ ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।