ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

শুভশ্রীও করোনা আক্রান্ত, ৭ মাসের ইউভানকে রাখা হয়েছে আলাদা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, এপ্রিল ২০, ২০২১
শুভশ্রীও করোনা আক্রান্ত, ৭ মাসের ইউভানকে রাখা হয়েছে আলাদা শুভশ্রী

একই দিনে টলিউডের দুই তারকা করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেন। অভিনেতা জিতের পর এবার করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

 

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে জিৎ জানালেন তিনি ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এদিন দুপুরে একই খবর দিয়েছেন শুভশ্রীও।

ইনস্টাগ্রামে ‘পরিণীতা’খ্যাত এই অভিনেত্রী লেখেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার ছেলে, ইউভান একদম নিরাপদ রয়েছে এবং ও কেয়ারটেকারের কাছে রয়েছে। রাজ এখন ব্যারাকপুরে, আমি বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছি। সবরকম সুরক্ষাবিধি মেনে চলছি, যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে। দয়া করে মাস্ক পরুন, স্যানিটাইজ করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস ফিরে এসেছে। সবাই নিরাপদে থাকুন। ’

এর আগে শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীও কোভিড আক্রান্ত হয়েছিলেন। তিনি তৃণমূলের প্রার্থী হওয়ায় আপাতত ব্যারাকপুরে রয়েছেন নির্বাচনের জন্য।

করোনার দ্বিতীয় ঢেউয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা, সুদীপ্তা চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় ও জিতসহ অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। ভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ২৩ এপ্রিল থেকে কিছুদিনের জন্য পশ্চিমবঙ্গের একাধিক সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।