ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

করোনামুক্ত হয়ে যা বললেন আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, এপ্রিল ১৫, ২০২১
করোনামুক্ত হয়ে যা বললেন আলিয়া আলিয়া ভাট

রণবীর কাপুরের পর করোনা ভাইরাস মুক্ত হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।

চলতি মাসের শুরুতে আলিয়া ভাট করোনা আক্রান্ত হন। বুধবার (১৪ এপ্রিল) তিনি ছবি পোস্ট করে রিপোর্ট নেগেটিভ আসার কথা জানান।

ছবির ক্যাপশনে লেখেন, ‘শুধুমাত্র এই বিষয়টি নেগেটিভ হওয়া ভালো জিনিস। ’

এর আগে গত ১ এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন আলিয়া। এই অভিনেত্রীর আগে ভাইরাসটিতে আক্রান্ত হন তার প্রেমিক ও অভিনেতা রণবীর কাপুর। সপ্তাহখানেক আগে তিনিও নেগেটিভ হয়েছেন।

রণবীরের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পর আলিয়া আইসোলেশনে চলে যান। কারণ তার সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছেন তিনি। সেজন্য তিনিও বেশ কয়েকবার কোভিড-১৯ টেস্ট করিয়েছেন, তবে শুরুতে তার রিপোর্ট নেগেটিভ আসে। তবু ‘রাজি’খ্যাত এই অভিনেত্রী নিজেকে আইসোলেটেড করে রাখন।

রণবীর কাপুর ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং চলাকালেই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়েছেন। তখন বানসালি আলিয়াকে নিয়ে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র শুটিং করছিলেন। সিনেমাটির শুটিং এখন স্থগিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।