ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

বন্ধ হচ্ছে সকল প্রেক্ষাগৃহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, এপ্রিল ১০, ২০২১
বন্ধ হচ্ছে সকল প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহ

দেশে করোনার প্রকোপ ও মৃত্যুর সংখ্যা বাড়লেও বন্ধ হয়নি সিনেমা হল। চলতি সপ্তাহের লকডাউনে প্রেক্ষাগৃহ বন্ধ না হলেও ১৪ তারিখ থেকে সর্বাত্মক লকডাউনে বন্ধ হচ্ছে সকল সিনেমা হল।

 

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে সরকার। তবে সে সময় দেশের সিনেমা হলগুলো চালু রাখার কথা জানিয়েছিল সংশ্লিষ্ট সংগঠনগুলো।  

আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সর্বাত্মক লকডাউনের সময়ে দেশের সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।  

তারা জানিয়েছে, সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে সব হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।