ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

বিনোদন

‘বয়রা পরিবার’-এর রহস্য

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২
‘বয়রা পরিবার’-এর রহস্য

হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘বয়রা পরিবার’। নাটকটিতে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, হাসান মাসুদ, মাজনুন মিজান, স্বাধীন খসরু, ড. এনামুল হক, আফজাল শরীফ, ম.ম. মোরর্শেদ, কাজী রাজু, জিল্লুর রহমান, সুজাতা, কামরুল বাহার, শিরিন বকুল, হুমায়রা হিমু, রাখি মমতাজ, সিদ্দিকুর রহমান, শামীমসহ অনেকে।



কুসুমপুর গ্রামে এক পরিবারের কেউ কানে শুনতে পায় না। এ পরিবারের কর্তা মালেক মিয়া। নদী গর্ভে ঘর বাড়ি বিলিন হয়ে যাবার পর স্বপরিবারে আসে কুসুমপুর গ্রামে। এখানে জমি কিনে থাকতে শুরু করেন। হঠাৎ গ্রামের বদ চেয়ারম্যান বদরুল গ্রাম থেকে বয়রা পরিবারকে উচ্ছেদ করার মতলব আটে। বয়রা পরিবারের উপর নানা ষড়যন্ত্র করতে থাকে চেয়ারম্যান। একসময় উচ্ছেদকে কেন্দ্র করে গ্রামে একটা খুন হয়। সে খুনের সন্দেহে পুলিশ বয়রা পরিবারের মালেক এবং বদরুল চেয়ারম্যনকে সন্দেহ করে। ঘটনার মোড় নেয় অন্য দিকে। গ্রামে ঘটে যাওয়া অজানা গোপন অনেক রহস্য বেরিয়ে আসতে থাকে। এ রহস্যের সমাধান ঘটে বদরুল চেয়ারম্যান যখন পুলিশের হাতে ধরা পড়েন। বেরিয়ে আসে বয়রা পরিবারের গোপন রহস্য। সে পরিবারের কেউ বয়রা নয় । সবাই কানে শুনতে পায়। বদরুল চেয়ারম্যানের বদ কর্মকান্ডের হাত থেকে রক্ষা পেতে বয়রার অভিনয় করেছেন পরিবারের সবাই। এরকম একটি রহস্যকে ঘিরে চলতে থাকে  বয়রা পরিবার নাটকের ধারাবাহিকতা।

ধারাবাহিক ‘বয়রা পরিবার’ নাটকটি ৩০ জানুয়ারি সোমবার রাত ৯টা ০৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।

বাংলাদেশ সময় ১৮৩০, জানুয়ারি ২৯,২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।