ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

ইমতিয়াজ-সোহেলের ভালোবাসার গান ‘কল্পনা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, ফেব্রুয়ারি ১২, ২০২১
ইমতিয়াজ-সোহেলের ভালোবাসার গান ‘কল্পনা’

ভালোবাসা দিবসে আসছে ইমতিয়াজ মেহেদী হাসানের কথা ও এসডি সাগরের সংগীতায়োজনে ‘কল্পনা’ শিরোনামে একটি গান। সুর করার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন এসএম সোহেল।

দেশের নামকরা মিউজিক লেবেল সঙ্গীতার ব্যানারে গানটি প্রকাশ পেতে যাচ্ছে।  

‘কল্পনা’ প্রসঙ্গে এসএম সোহেল বলেন, গানটির কথা পড়ে মনের ভেতর আলাদা এক ভালো লাগা কাজ করে। তাই গাওয়ার জন্য রাজি হয়ে যাই। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে গানটিতে কণ্ঠ দেওয়ার। বাকিটা দর্শক-শ্রোতা ভালো বলতে পারবেন।

গীতিকবি ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, কাউকে ভালো লাগলে তাকে নিয়ে মনের ভেতর যে সুপ্ত কল্পনা তৈরি হয়, তার আলোকে গানটি লেখার চেষ্টা করেছি। ভালোবাসা দিবসে গানটি প্রেমিক-প্রেমিকাদের মন জয় করবে।

গতানুগতিক কথামালার বাইরে ‘কল্পনা’ গানটি চমৎকার বলে জানান সঙ্গীত পরিচালক এসডি সাগর। শ্রুতিমধুর এই গানটি যে কারো ভালো লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।