ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

সালতামামি ২০২০

বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন যারা

দাম্পত্য জীবন গঠনে স্বামী-স্ত্রী উভয়কে ভূমিকা রাখতে হয়। কিন্তু যখন দু’জন মানুষের চিন্তা-ভাবনা আলাদা হয়ে যায় তখন আর তারা হয়তো একসঙ্গে থাকতে পারেন না।

অনেকে বেছে নেন বিচ্ছেদের পথ।

২০২০ সালে সংসার ভাঙার খবর এসেছে বেশ কয়েকজন জনপ্রিয় শোবিজ তারকার। তাদের নিয়ে এই আয়োজন-

বছরের প্রথম শোবিজের বিচ্ছেদের খবর আসে চিত্রনায়িকা শাবনূরের। ৮ বছরেই সংসারের ইতি টেনে ২৬ জানুয়ারি স্বামী অনিককে ডিভোর্স দেন এই নন্দিত অভিনেত্রী। সিনেমায় অভিনয় করতে গিয়ে পরিচয়, এরপর ২০১২ সালের ২৮ ডিসেম্বর তারা বিয়ে করেন। তাদের সংসারে একমাত্র পুত্র সন্তান আইজান নিহান। বিচ্ছেদের খবর প্রকাশের আগ থেকেই অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাবনূর।

শাবনূরের পর বছরের মাঝামাঝি সময়ে বিচ্ছেদের খবর আসে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। ২০২০ সালে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন তিনি। তার স্ত্রী নাজিয়া হাসান অদিতি ডিভোর্সের বিষয়টি প্রথমে জানান। পড়ে অপূর্বও বিষয়টি নিয়ে মুখ খোলেন। এটি বছরের অন্যতম আলোচিত ঘটনার একটি। ২০১১ সালে তারা বিয়ে করেছিলেন।  

কাজ নিয়ে নানা সময় সমালোচিত চিত্রনায়িকা মুনমুনেরও বিচ্ছেদ হয়ে ২০২০ সালে। চলতি বছরের আগস্টে দ্বিতীয় স্বামী মীর মোশাররফকে তিনি তালাক দেন। দশ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন তারা। তাদের সংসার রয়েছে দুই সন্তান।  

বছরের অন্যতম আলোচিত বিচ্ছেদ হচ্ছে অভিনেত্রী শবনম ফারিয়া ও হারুন অর রশীদ অপুর। বিয়ের ১ বছরের মাথায় দু’জনের পথ আলাদা হয়ে যায়। গত ২৭ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়েছে। তাদের দু’জনের মতের ভিত্তিতেই তালাক হয়। ২০১৯ সালের জমকালো আয়োজনে তারা বিয়ে করেছিলেন।

এছাড়া শোবিজে চিত্রনায়িকা পরীমনি, তমা মির্জা ও সংগীতপরিচালক শওকত আলী ইমনের সংসারেও ভাঙনের সুর বইছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।