ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

মডেলিং শুরু করে আলোচনায় স্টিভ জবসের মেয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, ডিসেম্বর ৯, ২০২০
মডেলিং শুরু করে আলোচনায় স্টিভ জবসের মেয়ে ইভ জবস

পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ এবং অ্যাপল-এর সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবস মডেলিং দুনিয়ায় পা রেখেছেন। সম্প্রতি একটি বিউটি ক্যাম্পেইনে অংশ নিয়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি, রয়েছেন আলোচনায়।

ধনী বাবার মেয়ে হয়ে মডেলিং শুরু করায় সবার নজরে এসেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই তরুণী। সম্প্রতি একটি প্রসাধনী সংস্থা বিউটি ক্যাম্পেইনের জন্য বাথটাবে পোজ দিয়েছেন ইভ। সামাজিক যোগাযোগমাধ্যমে সে ছবি শেয়ার করেছেন নিজেই।

ওয়াইনের গ্লাস হাতে, গলায় সোনার চেইন, নখ ও ঠোঁটে প্রসাধনীতে সেজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ইভ। যা সবার নজর কেড়ে নিয়েছে।  

২২ বছরের ইভ জবস পড়াশোনা করছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। সেখান তার মাও পড়তেন। ১৯৮৯ সালে স্টিভ স্ট্যান্ডফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসে বক্তৃতা দিতে গিয়েছিলেন, তখন সেখানকার ছাত্রী ছিলেন লরেন পাওয়েল। সেখানেই তাদের প্রথম পরিচয়। আগামী বছর ইভ গ্র্যাজুয়েশন সম্পন্ন করবেন।

মডেলিং ছাড়াও সফল অশ্বারোহী হিসেবে ইভের ব্যাপক খ্যাতি রয়েছে। ২৫ বছরের নীচে অশ্বারোহীদের তালিকায় বিশ্বের ৫ জনের একজন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।