ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

বিনোদন

শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেলেন নির্মলেন্দু গুণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেলেন নির্মলেন্দু গুণ নির্মলেন্দু গুণ

ঢাকা: কালো মেঘের ভেলা ছবিতে ‘ইস্টিশনে জন্ম আমার’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন নির্মলেন্দু গুণ। একইসঙ্গে মায়া দ্য লস্ট মাদার ছবির ‘চল হে বন্ধু চল’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন কবি কামাল চৌধুরী।

তারা যুগ্মভাবে এ পুরস্কার ভূষিত হলেন।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট শিল্পী, কলা-কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ ঘোষণা করা হয়।

আরও পড়ুন> ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’ জয়ী যারা

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।