ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

‘অ্যাভাটার টু’র দৃশ্যধারণ শেষ, কাজ চলছে ‘অ্যাভাটার থ্রি’র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
‘অ্যাভাটার টু’র দৃশ্যধারণ শেষ, কাজ চলছে ‘অ্যাভাটার থ্রি’র

বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ব্লকবাস্টার সিনেমা ‘অ্যাভাটার’র নির্মাতা জেমস ক্যামেরন জানিয়েছেন, ‘অ্যাভাটার টু’র দৃশ্যধারণ শেষ হয়েছে। ‘টারমিনেটর’খ্যাত তারকা আরনল্ড শোয়ার্জনিগারের সঙ্গে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, একইসঙ্গে ‘অ্যাভাটার থ্রি’র দৃশ্যধারণও ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে।

অ্যাভাটারের নির্মাতা জেমস ক্যামেরন বলেন, করোনা ভাইরাসের কারণে আমাদের সাড়ে চারমাস কাজের ক্ষতি হয়েছে। তাই আরও এক বছর পুরোদমে কাজ করতে হবে। ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি। ‘অ্যাভাটার টু’ মুক্তি দেওয়ার সঙ্গেসঙ্গেই আমরা ‘অ্যাভাটার থ্রি’র চূড়ান্ত কাজ শুরু করব।

ক্যামেরন জানান, এটা তার জন্য সৌভাগ্যের ব্যাপার ছিল যে, তারা প্রথম পর্বের মতো সিক্যুয়েলের শুটিংও নিউজিল্যান্ডে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। করোনা মহামারি মোকাবিলায় নিউজিল্যান্ড দৃষ্টান্তমূলক সাফল্য দেখিয়েছে। ফলে নিরাপদ পরিবেশে ক্যামেরনের দলবল নিয়ে কাজ করার অনুমতি সহজেই মিলেছে।  

২০০৯ সালে মুক্তির পর দীর্ঘ দশ বছর ধরে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমার খেতাব ছিল ‘অ্যাভাটার’র। ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জারস এন্ডগেম’ দুই দফায় মুক্তি দিয়ে ‘অ্যাভাটার’র রেকর্ড ভেঙে সর্বোচ্চ উপার্জনকারীর তকমা জোটায়। কিন্তু দর্শকের কাছে অ্যাভাটারের আবেদন একেবারেই অনন্য।  

দীর্ঘ ১৩ বছর প্রতীক্ষার পর ২০২২ সালে ‘অ্যাভারটার টু’ আবারও বড় পর্দায় মুগ্ধতা আর বিস্ময়ে বিমোহিত করবে কোটি কোটি দর্শককে।  তবে বাড়তি সুখবর হলো, এরপর দু’বছর অন্তর আসবে ফ্র্যাঞ্চাইজির কিস্তি।  ‘অ্যাভাটার থ্রি’ মুক্তি পাবে ২০২৪ সালে। নির্মাতারা ঘোষণা দিয়েছেন এরপরও থাকবে অ্যাভাটারের চতুর্থ ও পঞ্চম কিস্তি। সেদু’টো মুক্তি পাবে ২০২৬ ও ২০২৮ সালে।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।