ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাদেক বাচ্চু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২০
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাদেক বাচ্চু সাদেক বাচ্চু

গুরুতর অসুস্থ গুণী চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু। এখন তিনি চিকিৎসাধীন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক-চিত্রনায়ক জায়েদ খান।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, আমাদের সবার প্রিয় অভিনেতা, ভালো মনের একজন মানুষ সাদেক বাচ্চু ভাই অসুস্থ্ হয়ে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি। সবাই তার জন্য দোয়া করবেন। তিনি যেনো দ্রুত সুস্থ্ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমীন।

জায়েদ খান জানান, রোববার সন্ধ্যা থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন সাদেক বাচ্চু। রাত ১০টার দিকে শ্বাসকষ্ট বাড়লে তাকে রাত ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে নেওয়ার পর তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মূল চিকিৎসা শুরু হবে।

পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চে, বেতারে, টিভিতে, সিনেমায়, সর্বত্র দাপুটে বিচরণ সাদেক বাচ্চু’র। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এই পরিচয়েই দেশজুড়ে খ্যাতি ছড়িয়ে পড়ে গুণী এই অভিনেতার।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।