ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বিনোদন

আলাউদ্দিন আলীর কালজয়ী কিছু গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
আলাউদ্দিন আলীর কালজয়ী কিছু গান

সুরসম্রাট ও প্রখ্যাত সংগীত পরিচালক আলাউদ্দিন আলী চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীত অঙ্গনসহ দেশের শোবিজে।

 

‘কেউ কোনদিন আমারে তো কথা দিলো না’, ‘শত জনমের স্বপ্ন’, ‘আছেন আমার মোক্তার’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘বাড়ির মানুষ কয়’, ‘বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম’, ‘কেঁদো না আর কেঁদো না’, ‘ভেঙেছে পিঞ্জর’-এর মতো কালজয়ী অসংখ্য গানের সুরস্রষ্টা আলাউদ্দিন আলী। তার সুরে গান গেয়েছেন জনপ্রিয় শিল্পীরা। অনেকে পেয়েছেন বিশেষ খ্যাতি।

প্রয়াত আলাউদ্দিন আলীর প্রতি শ্রদ্ধার্ঘ স্বরূপ তার সুর করা জনপ্রিয় কিছু গান পরিবেশন করা হলো।

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি

এমনো তো প্রেম হয় চোখের জলে কথা কয়

কেউ কোনদিন আমারে তো কথা দিলনা

জন্ম থেকে জ্বলছি মাগো

বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না

দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়

ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ

যে ছিল দৃষ্টির সীমানায়

আছেন আমার মোক্তার

একবার যদি কেউ ভালোবাসতো 

ভেঙেছে পিঞ্জর

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।