ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

বিনোদন

দুই বছর পর মুক্তি পাচ্ছে ‘সেলাই জীবন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
দুই বছর পর মুক্তি পাচ্ছে ‘সেলাই জীবন’

২০১৮ সালে ফারুক মইনউদ্দিনের ‘শরীরবৃত্তীয়’ নামের একটি ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’। সোহেল রানা বয়াতি পরিচালিত চলচ্চিত্রটি নির্মাণের দুই বছর পর মুক্তি পেতে যাচ্ছে। 
 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাএক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে সন্ধ্যা ৬টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার পারভেজ চৌধুরী।  

‘সেলাই জীবন’ প্রসঙ্গে পরিচালক সোহেল রানা বয়াতি বলেন, গার্মেন্টস খাত আমাদের জাতীয় আয়ের একটি বিশাল অংশ সরবরাহ করে।

কিন্তু যাদের ঘামে-শ্রমে এই আয় হয়, তাদের জীবন স্বাভাবিকভাবে চলে কি? করোনাকালীন সময়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। প্রতিদিন ধর্ষিত হচ্ছে কর্মজীবী নারীরা। আবার বিভিন্ন গার্মেন্টসে শিশুরা কাজ করে অস্বাভাবিক পরিবেশে। মানবিক এই গল্পটি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন-শিমুল খান, জয়িতা মাহলানবীশ, সাজু আহমেদ, নীলা, পাপিয়া, সাদিয়া প্রমুখ।

এর চিত্রনাট্য করেছেন অনিক কান্তি সরকার, চিত্রগ্রহণ করছেন ফরহাদ হোসেন। নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।