ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

বলিউড নির্মাতা হরিশ শাহের জীবনাবসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুলাই ৮, ২০২০
বলিউড নির্মাতা হরিশ শাহের জীবনাবসান হরিশ শাহ

চলে গেলেন বর্ষীয়ান বলিউড পরিচালক-প্রযোজক হরিশ শাহ (৭৬)। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে হেরে গিয়ে মঙ্গলবার (০৭ জুলাই) মুম্বাইয়ের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

 

হরিশ শাহের ভাই বিনোদ শাহ তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ১০ বছর ধরে গলার ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে গেলেন।

মঙ্গলবার বিকেলেই মুম্বাইতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে তার বিদায়ে পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কেউ উপস্থিত হতে পারেনি। তার মৃত্যুর খবরে ও শক্রঘ্ন সিনহাসহ বেশ কয়েকজন তারকা শোক প্রকাশ করেছেন।

বলিউডে প্রযোজক হিসেবে যাত্রা হরিশ শাহ’র। ‘মেরে জীবন সাথি’, ‘কালা সোনা’, ‘রাম তেরে কিতনে নাম’র মতো সিনেমা প্রযোজনা করেছেন তিনি।  

১৯৮০ সালে পরিচালক হিসাবে কাজ শুরু করেন হরিশ শাহ। তার প্রথম সিনেমা ঋষি কাপুর-নীতু কাপুর অভিনীত ‘ধন দৌলত’। ধর্মেন্দ্র ও শক্রঘ্ন সিনহা অভিনীত ‘জলজলা’ সিনেমার পরিচালকও ছিলেন তিনি।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত সানি দেওল ও টাবুর ‘জাল’ সিনেমা প্রযোজনা করেন হরিশ শাহ। এটিই ছিল তার প্রযোজিত শেষ সিনেমা।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।